বুধবার সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত একাধিক মামলার সংযুক্ত শুনানিতে রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, কেন্দ্রের জবাব না শোনা পর্যন্ত এই আইনের ওপর কোনও স্থগিতাদেশ জারি করা হবে না। 144 টি আবেদনের জবাব দিতে কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। পঞ্চম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। শতাধিক আবেদনের একসঙ্গে শুনানি চলছিল। প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন তিন-বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল। জানা গিয়েছে, কয়েকটি মামলায় আবার এই আইনকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করারও আবেদনও করা হয়।