বিহারের সরণ জেলায় সিএএ বিরোধী আন্দোলনে গিয়ে হামলার মুখে পড়লেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। সরণ জেলার চাপড়া-সিওয়ান মেন রোড দিয়ে যাওয়ার সময় কানহাইয়ার কনভয়ে লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। হামলায় ভেঙে যায় গাড়ির কাঁচ। প্রায় ২০-২৫ জন দুষ্কৃতী সিপিআই নেতার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করে।
যদিও তাতে কানহাইয়ার কোন ক্ষতি হয়নি। অল্পের জন্য রক্ষা পান তিনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কানহাইয়াকে উদ্ধার করে। এরপর তার গাড়ি অন্য পথে ঘুরিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় কানহাইয়াকে। তবে এখনও হামলাকারীদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূএের খবর, ঘুরপথে সভাস্থলে পৌঁছেই মোদি-শাহকে তোপ দাগেন কানহাইয়া।