কয়েকদিন বাপের বাড়ি থাকার পর এবার মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা | আজ দশমীতে বর্ধমানের বাড়িতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী | তার বাবা দেব গাঙ্গুলী এলাকায় পরিচিত মুখ | এ দিন সেখানে তিনি স্বামী রাজ চক্রবর্তীর ও ছেলে ইউভান কে নিয়ে দেবীবরণ করেন |
সেখানে তাকে ঢাক বাজানোর চেষ্টা করতে দেখা যায় । প্রতিমা বরণের পাশাপাশি আত্মীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে নাচতে দেখা যায় শুভশ্রীকে |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী