
কয়েকদিন বাপের বাড়ি থাকার পর এবার মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা | আজ দশমীতে বর্ধমানের বাড়িতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী | তার বাবা দেব গাঙ্গুলী এলাকায় পরিচিত মুখ | এ দিন সেখানে তিনি স্বামী রাজ চক্রবর্তীর ও ছেলে ইউভান কে নিয়ে দেবীবরণ করেন |
সেখানে তাকে ঢাক বাজানোর চেষ্টা করতে দেখা যায় । প্রতিমা বরণের পাশাপাশি আত্মীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে নাচতে দেখা যায় শুভশ্রীকে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়