September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সালমান খানের নামে ভুয়ো বিজ্ঞাপন, জারি করলেন অফিসিয়াল স্টেটমেন্ট

TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)

সালমান খানের প্রডাকশনের ছবির জন্য নাকি খোঁজা হচ্ছে নয়া তারকা | এমনই বিজ্ঞাপন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় | আর এই কথা কানে যাওয়া মাত্রই তড়িঘড়ি পদক্ষেপ নিলেন সালমান খান । জারি করলেন অফিসিয়াল স্টেটমেন্ট |

প্রসঙ্গত, সে বিজ্ঞাপনে বলা হয়েছিল অভিনেতা-অভিনেত্রীর খোঁজ চলছে | আর খোদ সালমান খান বেছে নেবেন আগামী এই তারকাকে | তবে সোশ্যাল মিডিয়া বিবৃতি জারি করে সালমান ও তার প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, “সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, সালমান খান কিংবা তার প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোন ছবি করছেন না | এমনকি কোন ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীও করছেন না” |