কেকের মতো শিল্পীদের মৃত্যু হয়না | আর তাইতো গায়ক এর শেষ গান মুক্তির জন্য এখন অধীর আগ্রহে বসে আছে তার অনুগামীরা | তিনি না থাকলেও তার গান থেকে যাবে চিরদিন |
সালমান খান ও ক্যাটরিনা কাইফের নতুন ছবির জন্য এই শেষবার গানের রেকর্ডিং করেছিলেন কেকে | ছবিটি মুক্তি পাবে 2023 সালের ঈদের |
“এক থা টাইগার”, “বজরঙ্গি ভাইজান”, “টিউবলাইট” ছবিতে সালমানের লিপে শোনা গিয়েছে কেকের গান | অবশ্য জীবনের শেষ রেকর্ডিং ও সালমানের জন্য করলেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়