September 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশকর্মী

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশকর্মী | জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম পুলক ব্যাপারী। বয়স ৩৫ বছর। কলকাতা পুলিশের ওয়ারলেস ব্রাঞ্চের কর্মী ছিলেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। পর্ণশ্রী থানা এলাকার গোপাল মিশ্র রোড এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। স্ত্রী থাকতেন সঙ্গে। মঙ্গলবার বাড়িতেই ছিলেন পুলিশ কর্মী। আচমকা গুলির শব্দ পান স্ত্রী। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী। মৃতের স্ত্রী, সহকর্মী ও পরিজনদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।