
সামনে ২১ জুলাই। উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসবে ধর্মতলায়। এই বিপুল জনস্রোতকে সামাল দিতে হবে রেলকেই। সোমবার নবান্নে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রেলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে আলোচনা করার নির্দেশও দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “একুশে জুলাই আমাদের বড় অনুষ্ঠান হয়। আমরা ভাড়া চাইলেই রেল আমাদের থেকে টাকা নেয়। সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের দায়িত্ব।” মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কুম্ভমেলা থেকে অনেক জায়গায় রাশ ক্লিয়ার করার কাজ করেছেন। তাঁর মতে, এটা রেলের দায়িত্বের মধ্যে পড়ে। যদি কোথাও বাড়তি রাশ হয়, সেটা ক্লিয়ার করতে হবে। সে বার বার রেল চালিয়ে হোক বা বগি বারিয়ে। এদিন পুলিশকেও সতর্ক করা হয়। কেউ জোরে গাড়ি চালালে সতর্ক করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কোনও দুর্ঘটনা যাতে না হয়। পুলিশ যেন দেখে। কেউ জোরে চালালে সতর্ক করতে হবে। একটা ঘটনা ঘটলে অনেক প্রাণহানি হয়।” সামনে মহরম। সেদিন যাতে কোনও পথ দুর্ঘটনা না হয়, সেদিকে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়