December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সাপ ধরতে গিয়ে ছোবল মালদার এক স্বর্ণ ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ সাপ ধরতে গিয়ে ছোবল খেলেন পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার এক সর্পপ্রেমী। সঙ্গে সঙ্গে তিনি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হন। পেশায় স্বর্ণ ব্যবসায়ী আহত ওই ব্যক্তির নাম নিতাই হালদার। যদিও বিষধর সাপ না থাকায় প্রাননাশ থেকে রক্ষা পান তিনি। জানা গিয়েছে, কোথাও সাপ উদ্ধার হলেই ডাক পড়ে পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা নিতাই হালদারের। তবে নেশায় তিনি সাপ ধরেন। আর সেই সাপ বন দফতরের হাতে তুলে দেন তিনি। এদিন পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এক ব্যাক্তির বাড়িতে সাপ উদ্ধারের ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবাররে লোকেরা। সাপটি উদ্ধার করতে প্রস্তুত হওয়া মাত্রই তাঁর হাতে কামড় দেয়। তবে বিষধর না থাকায় রক্ষা পান তিনি। তিনি নিজেই ভর্তি হন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে সুচিকিৎসা পেয়ে খুশি নিতাই। একই সঙ্গে সাপে কামড় দিলেই ওঝা, গুনিন নয়, হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।