রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের সম্পর্ক তেমন ভালো ছিল না। প্রায়শয়ই একে অপরের সঙ্গে দুপক্ষ সংঘাতে জড়িয়েছে। তবে এসবের মাঝে সাধারণতন্ত্র দিবসে রাজভবনে মুখ্যমন্ত্রী। অন্যান্য বছরের মতো এবারও রীতি মেনে রাজভবনে যান তিনি। প্রতি বছরের মতো এবার চা চক্রে শামিল হয়েছেন তিনি।
প্রসঙ্গত, এদিন সকালে রেড রোডের অনুষ্ঠানে যান রাজ্যপাল। এদিন রাজভবনে সদ্য পদ্মসম্মান প্রাপ্ত উষা উত্থুপকেও দেখা যায়।এর আগে গত বুধবার বর্ধমান থেকে ফেরার পথে রাজভবনে যান মমতা। কী কারণে আচমকা রাজভবনে গেলেন মমতা, তা নিয়ে জল্পনা মাথাচাড়া হয়। যদিও ৪৫ মিনিটের বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণ ব্যাখ্যা করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেখা করেছেন মমতা।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি