
নদীয়ার নবদ্বীপ শহরে সাতসকালে নিয়ন্ত্রণ হীন লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের | ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ শহরের দন্ডপানি তলা ঘাট মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায় এদিন সকাল আনুমানিক ৮.১৫ নাগাদ একটি ওভারলোড বালি বোঝাই লড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহিকে সামনের চাকায় পিষ্ট করে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে বৃদ্ধ কে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। জানা যায় মৃত ব্যাক্তির নাম বিমল পাল, বয়স আনুমানিক ৭০। বাড়ি নবদ্বীপ শহরের চটির মাঠ এলাকয়। দন্ডপানি তলা এলাকায় একটি ফার্নিচার শো রুমে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় এ দিনও বাড়ি থেকে কাজে যোগ দিতে আসছিলেন, আর আচমকাই লড়িটি পিসে দেয়।স্থানীয় রা লড়িটি ও চালক কে আটক করে | খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ | পুলিশ গিয়ে লড়ি ও চালককে নিজেদের হেফাজতে নেয়।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন