সাতসকালে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-মুম্বই এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত অন্তত ১৮ টি বগি। মৃতের সংখ্যা আপাতত দুই। তবে তা বাড়ার আশঙ্কা থাকছেই। প্রতিবেশী রাজ্যের এই দুর্ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলা। সীমানা লাগোয়া জেলা পুরুলিয়া থেকে পৃথক দুটি টিম পাঠানো হল উদ্ধারকাজের জন্য। এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সুবিধার্থে বেশ কিছু হেল্পলাইন নং চালু করা হয়েছে রেলের তরফে। ঝাড়খণ্ড এবং বাংলায় একাধিক টোল ফ্রি নম্বর জানানো হয়েছে। দুর্ঘটনার কারণে এই রুটে একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি বহু ট্রেনের রুট বদল করা হয়েছে। তার বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক আদিত্যবিক্রম মোহন হিরানি ও অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোরের নেতৃত্বে একটি টিম যাচ্ছে। সেইসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ সুপার(অভিযান) যোধাবর অবিনাশ ভীম রাওর নেতৃত্বে একটি টিম পাঠানো হয়েছে।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান