February 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সাইবার অপরাধের অভিযোগে চাঞ্চল্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে

মালদাঃ-সাইবার অপরাধের অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায় থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় অন্ততঃ ১০জন ছাত্রী। তাঁরা ফর্ম ফিলআপ করার আগেই সাইবার অপরাধীরা হ্যাক করে নেয় তাঁদের তথ্য বলে অভিযোগ। পরে অশ্লীল মন্তব্য সহ ফর্ম জমা দিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই শনিবার সকাল থেকে তৎপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ। সংশ্লিষ্ট কলেজকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন কে জানানো হয়েছে বিষয়টি এবং কলেজ কতৃপক্ষে নজড়ে রাখার জন্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার।