January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সর্বহারা মা, মেয়ের আশ্রয় ফেরালেন মানবিক ওসি

কিছুদিন আগে এক দুর্ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছিল মহিষাদলের ভিক্ষুক ছাত্রী সরস্বতী পন্ডার বাড়ি। এই ঘটনা সামনে আসার পর মহিষাদল থানার সহযোগিতায় অবশেষে নতুন বাসস্থান পাচ্ছে সরস্বতী। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস সরস্বতী ও তার মা শঙ্করী দেবির হাতে যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দেন এবং তাঁদের আগুনে পুড়ে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার আশ্বাস দেন। উল্লেখ, গত মঙ্গলবার বিকেলে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে যায় মহিষাদলের ইটামগর ১ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর উপেন্দ্র মিলন বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছাত্রী সরস্বতী পন্ডার বাড়ি।

এরপর ছাত্রী সরস্বতী ও ভিক্ষুক মা শঙ্করী কি খাবে বা কোথায় থাকবে সেই ভাবনা ঘুম কেড়েছিল তাঁদের। মা ও মেয়ে দু’জনে ভিক্ষা করেই কোন রকম দিন চালান। কিন্তু তার মাঝেই আগুনে পুড়ে যায় মাথা গোঁজার সামান্য থাইটুকুও। এমন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বেশ কিছু সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু গরিব মা মেয়ের ঠাই হবে কোথায়? অগত্যা গ্রামের এর বাড়ি ওর বাড়ির বারান্দায় রাত কাটছিল তাদের। কিন্তু তাও বা কতদিন?

এরপর ভিক্ষুক মা ও মেয়ের দুর্দশার খবর জানতে পারেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস। তিনি তাদের সঙ্গে দেখা করে যাবতীয় সাহায্য ও দ্রুত বাড়ি তৈরির আশ্বাস দেন। এছাড়াও ওই ছাত্রীর পুড়ে যাওয়া বই, খাতা সহ যাবতীয় সামগ্রীও দান করেন। পুলিশের এই মানবিক রূপে আপ্লুত সর্বহারা মা ও মেয়ে।