December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সরস্বতী প্রতিমা করতে ব্যস্ত মছলন্দপুর সাহাপাড়ার প্রতিবন্ধী সায়ন মোদক

গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর সাহাপাড়া এলাকার প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোর সায়ন মোদক বাড়ি বসে সরস্বতী প্রতিমা তৈরী করেছে।
উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর সাহাপাড়ার প্রতিবন্ধী কিশোর সায়ন মোদক রাজবল্লভপুর হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্র।তার ইচ্ছা আর্ট হয়া এবংআর্ট কলেজে পড়ার ইচ্ছা।ছোট থেকেই প্রতিবন্ধী হওয়ার পর থেকেই পাদুটি সোজা নয় হাটে খুড়িয়ে খুড়িয়ে তার পর পড়াশুনো সেই মেধাবী ছাত্র হিসাবে স্কুলে পরিচিত।পড়াশোনার পাশাপাশি আর্ট শিল্পের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েপ্রতিবছর দুর্গাপূজা সময় দুর্গা ঠাকুর ,কালী পূজার সময় কালি ঠাকুর ,লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর ,সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুর ,নিজের হাতেই তৈরি করে।নিজের ঘরে নিজেই পুরোহিত হিসাবে পুজো করেন প্রতিটা পুজোর সময়।কান আর্ট শিক্ষকের কাছ থেকে শেখেনি টিভি ও মোবাইল দেখেই ভালো লাগতো বলেই প্রতিমা বানানোর ইচ্ছা জাগল ছোট্ট সায়নের।ভবিষ্যতে আর্ট কলেজে আর্ট নিয়ে পড়ার ইচ্ছা।সায়ন এখন থাকে তার মা-বাবা ও দাদুকে নিয়ে।এই বছর করোনা বলেই ছোট করেই সরস্বতী প্রতিমা তৈরি করতে ব্যস্ত। রাত পোহালেই সরস্বতী পুজো তারি শেষ প্রস্তুতি দেখা গেল সায়নের বাড়িতেএই সরস্বতী প্রতিমা তৈরি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছে কাঠ,বিচুলি,পেরেক ,পাটকাঠি,রং,কাপড় ইত্যাদি।এই সরস্বতী প্রতিমা করতে সময় লেগেছে প্রায় এক মাস।সায়ন নিজেই সরস্বতী পুজোর আয়োজন করতে ব্যস্ত।পুরোহিত রূপে আবার দেখা যায় পুজোর দিনে সায়ন কে।