সরস্বতী পুজোর দিন স্ত্রীকে মারধর করে আত্মঘাতি হলেন স্বামী। মেয়ে তখন স্কুলে। ঘটনাটি ঘটেছে, পঞ্চসায়রের নয়াবাদ এলাকায়। সরস্বতী পুজোর দিন মেয়ে স্কুলে চলে যাওয়ার পর, স্ত্রী রমা কর্মকার কে প্রথমে মারধর করেন তিনি, এরপর নিজের বাড়িতেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন কর্মকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রমা কর্মকার। জানা গিয়েছে, ওই দিন দুপুরে আচমকাই মনোরঞ্জন কর্মকারের ফ্ল্যাটের ভেতর থেকে চিত্কার শুনতে পান আত্মীয় পিঙ্কি কর্মকার। এরপর তিনি এসে অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কেউ দরজা না খোলায় আত্মীয় পিঙ্কি কর্মকার খবর দেন মনোরঞ্জনের ভাইকে।
তারপর দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে সবাই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন রমা কর্মকারকে। ঘাড়ে, মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট। কিন্তু জ্ঞান ছিল তার। এরপর স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, পাশের ঘরের দরজা ভেঙে সবাই দেখেন, ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন মনোরঞ্জন কর্মকার। ঘটনার খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।