সরস্বতী পুজোর দিন মর্মান্তিক দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে। দুর্ঘটনার জেরে ব্যাহত যান চলাচল। সূত্রের খবর, দুপুর একটা নাগাদ এদিন একটি সবুজ রঙের মারুতি গাড়ি মালঞ্চ থেকে সায়েন্স সিটির দিকে দ্রুত গতিতে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে থাকা একটি খালে উল্টে যায়। মোট ৫ জন যাত্রী নিয়ে গাড়িটি যাচ্ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে নামে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা বলে জানা গেছে। বাকি ২ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। স্থানীয়দের দাবি, এই হাইওয়ের উপর দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।