কাজের নামে পরিত্যক্ত বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দপুর এলাকায়। সূত্রের খবর, হাওড়ার আদিসপ্তগ্রামের বাসিন্দা ওই তরুণী অভিযুক্ত সুবীর দলুইয়ের সঙ্গেই মার্বেলের কাজ করতেন। অভিযোগ, কাজের নাম করেই তরুণীকে নিশ্চিন্দপুরের ওই বাড়িতে নিয়ে যায় সুবীর। সেখানে তাঁকে দড়ি দিয়ে বেঁধে রেখে অত্যাচার করা হয়। ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সম্মান বাঁচাতে কোনওক্রমে দড়ি ছিঁড়ে জানলা থেকে ঝাঁপ দেন ওই তরুণী। সেই সময় প্রতিবেশীরা তাঁকে দেখে ফেলে। তখনই তাঁদের কাছে বিষয়টি খুলে বলেন ওই তরুণী।
এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে মূল অভিযুক্ত সুবীর দলুইকে। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও ১ নাবালককে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের তরফে নিগৃহীতা তরুণীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ইমামবারা হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।