
সম্প্রতি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি ‘তেজস’। ছবির প্রোমশন নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তার মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন অযোধ্যার রাম মন্দিরে।
বায়ুসেনা বাহিনীর পাইলট তেজস গিল চরিত্রের মধ্য দিয়ে ভারতীয় সেনা সদস্যদের সাহস ও বীরত্বের কাহিনি বর্ণনা করবে এই ছবি। অভিনেত্রী ও নির্মাতাদের কথায়, প্রত্যেক ভারতীয়র মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই এই ছবির মূল উদ্দেশ্য। যে বায়ুসেনা বাহিনী রাতদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করার কাজে ব্রতী তাঁদের প্রতি গর্ববোধ গড়ে তোলাও এই ছবির উদ্দেশ্য।
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’