
গতকাল না ফেরার দেশে চলে যান কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী | বাপ্পি লাহিড়ীকে চোখের জলে বিদায় জানালো গোটা দেশ | এদিন মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় | তার শেষকৃত্য উপস্থিত ছিলেন শক্তি কাপুর, ইলা অরুণ, আলকা ইয়াগ্নিক আরো অনেকেই | ছেলে বাপ্পার কাঁধে চড়ে শেষ যাত্রায় জান বাপ্পি লাহিড়ী |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’