December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সপ্তাহে সপ্তম দিনে পা রাখল রাশিয়া ইউক্রেন যুদ্ধ

সপ্তাহে সপ্তম দিনে পা রাখল রাশিয়া ইউক্রেন যুদ্ধ | যুদ্ধকালীন পরিস্থিতিতে 4 ঘণ্টার মধ্যে এবার খারকভ ছাড়ার নির্দেশ দেওয়া হলো সেখানে আটকে পড়া সমস্ত ভারতীয়দের |

কিছুক্ষণের মধ্যেই সেখানে আক্রমণের ঝাঁজ বাড়াবে রুশ সেনা | তাই তার আগেই সমস্ত ভারতীয়কে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় | কিন্তু এত তাড়াতাড়ি স্থান পরিবর্তন চ্যালেঞ্জের মত বলে মনে করছেন ভারতীয় পড়ুয়ারা | প্রতিনিয়ত চলছে বোমাবর্ষণ | তার মধ্যে স্থান পরিবর্তন বেশ কঠিন কাজ বলে মনে করছে তারা |