September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সপ্তাহের শেষে কমবে শীতের আমেজ

বড়দিনের আগে বাড়তে পারে তাপমাত্রা | পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ আরো একটু বেশি | কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায় | সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা | উত্তর বঙ্গের মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে | বিপরীত ঘূর্ণাবর্ত হবে বঙ্গোপসাগরে |

কলকাতা সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার দেখা যাবে | তাপমাত্রা সামান্য কমেছে | শহরে আপাতত শীতের আমাজ থাকবে বলেই জানা যাচ্ছে আলুর আবহাওয়া দপ্তর সূত্রে | তাপমাত্রার স্বাভাবিক অথবা তার কাছাকাছি থাকবে | উত্তর বঙ্গের মাঝারি কুয়াশা দেখা যেতে পারে | দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 13.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |