রাজ্য থেকে এবার বিদায়ের পথে শীত। বিদায়ের আগে ফের একবার বৃষ্টির সম্ভবনা। রবিবার নাগাদ বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিনবঙ্গে। হাওয়া অফিস সূএে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কালিম্পং-এ। অন্যদিকে কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকালে সামান্য কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সর্বনিম্ন তাপমাএা ১৮.৭ ডিগ্রী সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঝড়বৃষ্টি। তার জেরে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এই রাজ্যগুলিতে।