সপ্তান্তে এক ধাক্কায় পারদ নামল আরও তিন ডিগ্রী। উত্তুরে হাওয়া কমে যাওয়ায় ফের বাংলায় আরও একবার শীতের আমেজ। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা সহ রাজ্যজুড়ে একই রকম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। তবে বিক্ষিপ্ত বৃস্টিপাতের সম্ভবনা রয়েছে, বিহারসহ পশ্চিমবাংলা ও দার্জিলিংয়ে। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আকাশে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার উত্তর পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার জেরে আবহাওয়ার পরিবর্তন হবে। অর্থাৎ সোমবার থেকে তাপমাএা বাড়তে পারে বলে সম্ভবনা। তবে সূএের খবর, বুধবার ও বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা সহ গোটা রাজ্যেই। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।