July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সপ্তমীতেও কলকাতার আকাশের মুখভার, হালকা বৃষ্টি একাধিক জেলায়

ষষ্ঠীর রাতেই বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা-সহ রাজ্যের প্রায় সবক়টি জেলা। সপ্তমীর সকালেও কলকাতার আকাশের মুখভার। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ছাতা হাতেই মণ্ডপে হাজির হয়েছেন অনেকে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়া লণ্ডভণ্ড করতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মণ্ডপ। ভারী বৃষ্টিতে জল জমতে পারে খাস কলকাতায়। তবে কি করোনা বিধি মেনে যেটুকু প্রতিমা দর্শনের প্ল্যান ছিল, আদতেই তা-ও পণ্ড হতে চলেছে. তবে বেলা বাড়তে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর. অষ্টমীতে দুর্যোগ কম হবার কথা জানালো হাওয়া অফিস.