
সত্য ঘটনা অবলম্বনে তৈরি “রানওয়ে 34” | এই ছবিতে রয়েছেন বলিউডের দুই তারকা অজয় দেবগন এবং অমিতাভ বচ্চন | সঙ্গে রয়েছেন রাকুল প্রীত সিং, বোমান ইরানি, অঙ্গীরা ধার এবং আকাঙ্খা সিংহ | প্রকাশ্যে এল ছবির নতুন ট্রেলার |
2015 সালে কচি বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বাজে আবহাওয়ার সম্মুখীন হয় বিমানটি | দৃশ্যমানতার ক্ষমতা প্রায় ছিল না | সেই ঘটনাটি তুলে ধরেছেন পরিচালক অজয় দেবগন | এই ছবির পরিচালক এবং প্রযোজক অজয় দেবগন নিজেই | ক্যাপ্টেন বিক্রান্ত খান্নার ভূমিকায় অভিনয় করছেন তিনি | এছাড়া অমিতাভ বচ্চনকে দেখা যাবে নারায়ন বেদান্তের ভূমিকায় রয়েছেন |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’