আগামী ২৯ শে নভেম্বর সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ২৯ তারিখ যাওয়ার পর গোশবার মাঠে জনসভা করবেন তিনি | এমনকি রাতে সজনে খালি থাকার সম্ভাবনাও রয়েছে | এর পরের দিন অর্থাৎ ৩০ তারিখ লঞ্চে নদীর ভাঙ্গন ঘুরে দেখবেন তিনি |
সুত্রের খবর, ওই দিনই তিনি ফিরে আসবেন কলকাতায় । তবে মনে করা হচ্ছে সুন্দরবনকে জেলা তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী | উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে ব্লক রয়েছে ১৯ টি | যার মধ্যে ১৩ টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায় | ওই ১৩ টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে | এই নিয়ে আলোচনা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী