December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু ঝড় বৃষ্টি

সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু ঝড় বৃষ্টি৷ সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ করিয়ে আকাশ কালো মেঘে ঢেকে শুরু হয় বৃষ্টি৷ সঙ্গে হালকা হাওয়া৷ এদিকে এই বৃষ্টির পরেই প্রশ্ন এটাই কি দক্ষিণবঙ্গে বর্ষার আগমন৷ না মৌসুমী বায়ু আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে এখনও হলদিয়াতেই আটকে রয়েছে৷ তবে সাময়িক স্বস্তির এই বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই আজ ও কাল জারি থাকবে৷ তবে এই দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের অস্বস্তি কমবে না৷ বৃষ্টি কমলেই ফের উষ্ণতা ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে৷ ফলে মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গে প্রবেশ না করা পর্যন্ত বর্ষার দেখা মিলছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘণ্টা দুয়েকের মধ্যেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের | আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত ভাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তিও জারি থাকবে।