December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সকালে রোদে দেখা মিলল, রাতে বাড়ছে ঠান্ডা

গত কয়েকদিন ধরেই দারুণ ইনিংস খেলছে শীত। কুয়শা, ছিটেফোঁটা বৃষ্টিতে ঠান্ডায় কাঁপছেন রাজ্যবাসী। মেঘলা আকাশ, হালকা রোদ থাকলেও শীত অনুভূত হয়েছে ভালোই। সোমবার থেকে আবহাওয়ার খানিকটা বদল হয়েছে। রোদ ঝলমলে পরিবেশে জাঁকিয়ে ঠান্ডা। সোমবার তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। আর মঙ্গলবার তা আরও কমল। ১১.৮ ডিগ্রি এদিনের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নিম্নমুখী।

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। রাজ্যে ঢুকবে কনকনে উত্তুরে হাওয়া। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। দক্ষিণের জেলাগুলি শুকনো থাকলেও ভিজবে উত্তর। সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে হাওয়া অফিস।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |