December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সকালে দেখা মিলবে রোদের, বাড়বে রাতের তাপমাত্রা

ঘন কুয়াশার চাদরে ঢাকল কলকাতা-সহ গোটা রাজ্য। তার ফলে ব্যাহত বিমান চলাচল। ট্রেনও নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে চলছে। উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কুয়াশার দাপট। রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে বাংলা পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার সতর্কতা। বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কতা আবহাওয়া দপ্তরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শনিবার সকালে কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলবে রোদের। বাড়বে রাতের তাপমাত্রা।

সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। এই হল বুধবার সকালের আবহাওয়া। মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি। আপাতত শীত আগের জায়গায় ফিরবে না বলেই মনে করছেন আবহবিদরা।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |