June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সই নকল করে টাকা তোলার অভিযোগ গোষ্ঠীর সদস্যের বিরুদ্ধে

স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল গোষ্ঠী সদস্যের নাম। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায়। সই জাল করে টাকা তোলার প্রতিবাদ করলে গোষ্ঠীর সভানেত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করলে কোনো লাভ না হয় আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয় ওই নিগৃহীত মহিলা। নিগৃহীত মহিলার নাম ভানু বালা রায়।
অভিযোগ কিছুদিন আগে দুইনাম্বার আমজাদ পুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রিয় সংঘ নামক এক সংস্থার সদস্যরা চাপ দিতে থাকেন সভানেত্রী ভানু বালা রায় কে তাদের টাকা ব্যাংক থেকে তুলে তাদেরকে দেওয়ার জন্য। অসুস্থ থাকার জন্য ভানু বালা দেবী কিছুদিন ধরে সবার কাজে আসতে পারেনি। পরে সুস্থ হয়ে গোষ্ঠী সভায় এলে সভার সদস্যরা তাকে ধর মারধর করে বলে অভিযোগ।
গঙ্গারামপুর থানায় অভিযোগ জানালে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হন।
জানা যায় বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত।।