শুক্রবার দ্বিতীয় হিমোডায়ালাইসিস হবে বর্ষিয়ান পরিচালক তরুণ মজুমদারের | সংকটজনক অবস্থায় হাসপাতালে আইসিইউ তে রয়েছেন তিনি |
বৃহস্পতিবার তরুণ মজুমদার কে হিমোডায়ালাইসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | সেই মতো আজ দ্বিতীয় বার হিমোডায়ালাইসিস হবে তার | কিডনি ও ফুসফুসের সমস্যা সহ একাধিক বার্ধক্য জনিত সমস্যায় ভুগছেন পরিচালক | তবে সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার | অসুস্থ পরিচালককে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
বর্তমানে তরুণ মজুমদারের বয়স 92 বছর | তার অক্সিজেনের চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে | বর্তমানে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়