
চন্দননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপাঞ্জন গুহ নমিনেশন জমা করলেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে !চন্দননগর সার্কাস ময়দান থেকে চন্দননগর এসডিও অফিস রাস্তার দুধারে মানুষের ঢল নেমেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে দেখার জন্য! এই শোভাযাত্রায় ছিলেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মাননীয় কৈলাশ বিজয় বর্গী মহাশয় ও স্থানীয় সংসদ সাংসদ লকেট চ্যাটার্জি সায়ন্তন বসু ও জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি! এবং কিছুক্ষণ পরেই সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনিও আসেন তার নমিনেশন জমা দেয়ার জন্য!
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী