
মেট্রোর দরজা বন্ধ হতে সমস্য়া। তার ফলে শোভাবাজার সুতানুটি স্টেশনে দাঁড়িয়ে মেট্রো। প্রায় ৩০ মিনিট দমদমগামী লাইনে বন্ধ মেট্রো চলাচল। সকালের পর সন্ধেয় ফের মেট্রো বিভ্রাটে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
কলকাতা মেট্রোর ব্লু লাইনের স্টেশনগুলিতে বিভ্রাট যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও মেট্রো দেরিতে আসছে, কখনও মেট্রোর রেকের দরজা বন্ধ হতে বিস্তর সময় লাগছে। আবার তার উপর নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে মেট্রো আসার সমস্যা লেগেই রয়েছে। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধেয় শোভাবাজার স্টেশনে মেট্রোর রেকের দরজা খোলা থাকায় ব্যাহত হয় পরিষেবা। তার ফলে দক্ষিণেশ্বরগামী মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের থিকথিকে ভিড়। একে তো পুজোর মরশুম। তার উপর আবার অফিসফেরত যাত্রীদের ভিড়। সবমিলিয়ে ভিড় বেড়েছে অনেকটাই। মেট্রোয় উঠতে গিয়েও সমস্যায় পড়ছেন অনেকেই। কেন বারবার মেট্রোর আদি স্টেশনে বারবার বিভ্রাট হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়