বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। দুর্ঘটনাটি ঘটেছে, শোভাবাজারের বি কে পাল অ্যাভিনিউতে। সূত্রের খবর, শশী শূর লেনের বাসিন্দা পূর্ণিমাদেবী কাজ থেকে বাড়ি ফেরার পথেই ঘটে অঘটন। রাস্তা পার হওয়ার সময় আচমকাই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাস ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শশী শূর লেনের প্রৌঢ়ার। এদিন তার মেয়ের জন্মদিন ছিল। মেয়ের জন্য পছন্দের খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। কিন্তু পথেই ঘটে যায় দুর্ঘটনা। এমন মর্মান্তিক দুর্ঘটনার পড়ে ক্ষোভে ফেটে পরলেন স্থানীয়রা। এরপরই বি কে পাল অ্যাভিনিউ উত্তপ্ত হয়ে ওঠে। সেই ক্ষোভের জের গিয়ে পড়ে অন্য একটি বাসের উপর। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্চ করে পুলিশ। ইতিমধ্যেই তল্লাসি শুরু হয়েছে ওই বাসের।