
শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রামনাথ কোবিন্দের ডাকা বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি।
আজ, সোমবারই রাজধানী উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা বাতিল হয়েছে | জানা যাচ্ছে, তার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই দিল্লি সফর বাতিলের সিদ্ধান্ত। ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিশেষ বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলার পরই নিজের সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে কমিটির বাংলার তরফে প্রতিনিধিত্ব করবেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়