October 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে

শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে। মঙ্গলবার রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল সানওয়াড়া এলাকায়। পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা।

পুলিশের তরফে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। ট্রাকে সিলিন্ডার থাকার জেরে পরপর বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় আশেপাশের ৭টি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগ। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালক-সহ ৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।