
প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই দু’দেশের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
সূত্রের খবর, বৈঠকে বাণিজ্যচুক্তি, প্রতিরক্ষা এবং দুর্লভ খনিজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। সার্জিও তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘মোদির সঙ্গে আমার অসাধারণ একটি বৈঠক হয়েছে। দু’দেশের বাণিজ্যচুক্তি ছাড়াও একাধিক গুরুত্বরপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ অন্যদিকে, মোদিও মার্কিন রাষ্ট্রদূতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, বছর আটত্রিশের সার্জিও ভারতে নিযুক্ত সবচেয়ে কম বয়সী মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে একজন।
More Stories
শেষরাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে
বিষাক্ত’ কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে
ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী