December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুরু হয়ে গিয়েছে টালা ব্রিজের কাজ, বিকল্প রাস্তায় ভুক্তভূগী যাএীরা

শুক্রবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল টালা ব্রিজ। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে টালা ব্রিজ ভাঙার কাজ। তার জেরে যাএীদের সুবিধার্থে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই শুরু হয় টালা ব্রিজে ভার বহন কমানোর কাজ। এরপর ভার বহন কাজ কমানোর পর শুরু হবে মূল ব্রিজ ভাঙার কাজ। সোমবার সপ্তাহের প্রথম দিনেই রাস্তা বন্ধের কারনে ভোগান্তিতে পড়ছে সাধারন মানুষ। প্রথম দিনে রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। পাশাপাশি ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগছে বেশি৷ জানা গিয়েছে বিকল্প রুট বোঝাতে লিফলেট বিলি পুলিশের৷ সপ্তাহের শুরুতে যানজট এড়াতে কাশীপুর রোড, চিৎপুর রোড, খগেন চ্যাটার্জি রোডে পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। নজরদারির জন্য বাড়ানো হয়েছে সিসিটিভি।