
করোনা আবহের মধ্যে দীর্ঘ দুই বছর ধরে স্কুলের মুখ দেখেনি ছোটরা | অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা চললেও, এবার থেকে পাড়ার বিদ্যালয় খোলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী | এদিন সকাল থেকেই স্কুলেরই খোলা মাঠে পড়ুয়াদের পড়াশোনা চলছে | প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলমুখী করতে “পারায় শিক্ষালয়” কর্মসূচি কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী | খোলা মাঠে বা খোলা কমিউনিটি হলে এই শিক্ষাব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে | যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে পারে পড়ুয়ারা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়