
স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে চার দিনের ধারনা কর্মসূচি নিয়েছে বিজেপির যুব মোর্চা | এই ধরনা মঞ্চ তৈরি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন নম্বর গেটের সামনে | তবে এদিন এই ধরনা মঞ্চে যান শুভেন্দু অধিকারী | আর সেই ঘটনা ঘিরে ধন্ধুমার যাদবপুরে |
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী এদিন জানান, “দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এবং অন্যান্য অন্যায়ের আঁতুড়ঘরে পরিণত করেছে বাম ও অতিবাম যাদের ছাত্র হওয়ার বয়স নেই তারা । মুক্ত চিন্তা মুক্ত মন এটা আমরা মনে করি একটা মানসিক বিকার” ।
এরপরই সভাস্থল থেকে শুভেন্দু অধিকারী চলে যাবার সময় আচমকায় তার কনভয়ের সামনে কালো পতাকা দেখান আরএসএফের বেশ কয়েকজন সমর্থক । বিক্ষোভকারীদের শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা মারধর করেছেন বলে অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত যাদবপুর এলাকা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়