
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে বলে রাজ্য পুলিশকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুটি বাংলাদেশি জঙ্গি সংগঠন শুভেন্দুর উপর হামলার চেষ্টা করতে পারে এবং তিন জঙ্গিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য পুলিশের আরও তৎপর হওয়া উচিত। যদিও তৃণমূলের বক্তব্য, এক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকারের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ই প্রশ্নের মুখে পড়ছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, মনে রাখতে হবে, শুভেন্দু নিজে কেন্দ্রীয় নিরাপত্তা পান। আর সীমান্তপারের নিরাপত্তার দায়িত্ব বিএসএফের। অন্যদিকে, জঙ্গি সক্রিয়তার বার্তা দেয় সতর্ক করে কেন্দ্রের আইবি। এই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে কোনও গাফিলতি থাকলে সেই ব্যর্থতার দায় তো কেন্দ্রীয় সরকারের।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা