
ভরদুপুরে চলছিল শুটিং। শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস মদ একেবারে চো-চো করে শেষ করে দিলেন শাহরুখ খান! সিনেমার সেটে কিং খানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলে।
সঞ্জয়লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমার শুটিংয়ের সময়কার কথা। পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ। দেবদাস-এর ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতেই ধরম দাসের চরিত্রে ছিলেন টিকু তালসানিয়া। এক দৃশ্যে মদ্যপ দেবদাসকে দেখানো হবে। সেই দৃশ্যের শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস রাম পান করেন বাদশা।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির