
ভরদুপুরে চলছিল শুটিং। শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস মদ একেবারে চো-চো করে শেষ করে দিলেন শাহরুখ খান! সিনেমার সেটে কিং খানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান উপস্থিত সকলে।
সঞ্জয়লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমার শুটিংয়ের সময়কার কথা। পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ। দেবদাস-এর ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবিতেই ধরম দাসের চরিত্রে ছিলেন টিকু তালসানিয়া। এক দৃশ্যে মদ্যপ দেবদাসকে দেখানো হবে। সেই দৃশ্যের শট দেওয়ার আগেই গ্লাসের পর গ্লাস রাম পান করেন বাদশা।
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’