লস এঞ্জেলসের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন শাহরুখ খান | জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন তিনি | ঘটনার পরই সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে । সেখানে সামান্য অস্ত্রোপচার হয় শাহরুখের |
সূত্রের খবর, মঙ্গলবার ভারতে ফিরে এসেছেন বলিউড বাদশা । টিমের তরফ থেকে জানানো হয়েছে, “অভিনেতা একেবারে সুস্থ রয়েছে | চিন্তার কোন কারণ নেই” |
প্রসঙ্গত এর আগে রাইস ছবির শুটিং এর সময় হাটুতে চোট পেয়েছিলেন তিনি | তবে এবার পাঠান ছবির পর সালমান ও শাহরুখ স্পষ্ট বলে দিয়েছিলেন, “বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে” । সেইমতো যশ রাজের Spai ইউনিভার্সএ যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্শন পাঠান’ | এই ছবিতে একই সাথে দেখা যাবে দুই নায়ক কে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়