
শুটিং চলছে বাঘাযতীন সিনেমার | এবার পর্দায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় চরিত্র দেখা যাবে সুপারস্টার দেবকে | ছবির পরিচালনায় রয়েছেন তরুণ রায় । শোনা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন বাম চোখে আঘাত পান অভিনেতা | তবে চিকিৎসকের পরামর্শ ব্যান্ডেজ করা হয়েছে অভিনেতার চোখে |
উড়িষ্যতেই এবারে দোল খেলছে বাঘাযতীন সিনেমার গোটা টিম | খেলার ছবি পোস্ট করতে দেখা যায় দেবের পাশে অভিনেতা শোয়েব কাবির ও রোহান ভট্টাচার্যকে | সেখানেই দেখা গিয়েছে দেবে চোখে ব্যান্ডেজ | তবে জানা যাচ্ছে শুটিংয়ের মাঝে চোখে হালকা আঘাত পেয়েছেন | তবে দোলের পোস্টে দেখতে হাসি মুখেই দেখা গিয়েছে |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির