
মালদাঃ- শুকনো ডোবা থেকে মাথার খুলি উদ্ধারকে ঘিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে আজ সকালে।
স্থানীয় সূত্রে জানা যায়,এদিন এলাকার কিছু যুবক খেলার সময় ওই মাথার খুলিটি পড়ে থাকতে দেখে এক শুকনো ডোবায়।
চাঞ্চল্য ছড়িয়ে পরে কনুয়া এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানাচ্ছেন,খুলিটি মানুষের।উদ্ধার হওয়া খুলিটির অবস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে কবরস্থান রয়েছে।তবুও রহস্য দানা বেধেছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা