
শীতের অপেক্ষায় বঙ্গবাসী । যদিও শীতবিলাসীদের জন্য এখনই কোনও আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। কারণ, আপাতত কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরেই থাকবে। পশ্চিমের জেলাতে ও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা। আগামী পাঁচ-সাত দিন বাড়বে রাতের তাপমাত্রা। সেভাবে দেখা মিলবে না রোদেরও।
আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। উত্তরবঙ্গে আগামী তিন-চার দিনে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা