December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শিয়ালদহ-সোনাপুর লোকাল ট্রেনে আগুন, ঘটনা ঘিরে চাঞ্চল্য যাএীদের মধ্যে

বুধবার সকালে শিয়ালদহ-সোনাপুর লোকাল ট্রেনে আগুন লাগে। আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাএীদের মধ্যে। প্রথমে ট্রেনের কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন যাএীরা। ঘটনায় ব্যহত হয় ট্রেন চলাচল। অন্যান্য দিনের মতোই এদিন সকালে যাএীদের ভিড়ের চাপ বাড়তে থাকে। তারই মধ্যে ট্রেনটি পার্ক সাকার্স স্টেশন পৌঁছনোর পর প্রথম কামরা থেকে হঠাৎ ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। এরপরই আতঙ্কিত হয়ে সেই সময় ট্রেন থেকে নেমে পড়েন অনেক যাএী। ওই অবস্থাতেই বালিগঞ্জ স্টেশন পর্যন্ত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৪ নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে ওই ট্রেনটিকে। অফিস টাইমে এমন ঘটনা ঘটায় চূড়ান্ত নাজেহালের শিকার নিত্যযাএীরা। একেই শিয়ালদহ মেন শাখার নৈহাটি ও ইছাপুর স্টেশনের মাঝে অটো সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল বহু ট্রেন তার এমন সকাল সকাল এমন ঘটনায় ভুক্তভূগী যাএীরা।