মালদাঃ-রাষ্ট্রপতি পুরস্কারের পাশাপাশি এবারে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের শোভানগর হাই স্কুলের প্রধান শিক্ষক ডাক্তার হরিস্বামী দাস।
আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে দুটি পুরস্কারই তিনি সম্মানিত হচ্ছেন।
ইচ্ছাশক্তি মনোবল থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। শিক্ষকদের স্কুলের পঠন পাঠনের ছাড়াও সামাজিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনই কথা জানান শিক্ষক ডাক্তার হরিস্বামী।
ইংরেজবাজার শহরের সিংহ তলা এলাকায় তিনি বসবাস করেন। কর্মস্থলে তিনি ইংরেজবাজার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক কিন্তু তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায়। তার এই সাফল্যে খুশি তার পরিবার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি