নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের পাঁচ শিক্ষকের নিয়োগ নিয়ে জানতে কলকাতা হাই কোর্ট ও প্রশাসনের দ্বারস্থ হল সিআইডি। সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল রাজ্যের তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে এসএসসির এক আঞ্চলিক অধিকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তার পরই রাজ্যের তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসে আরও ৭ জনের নাম। তাঁদের মধ্যে ৫ জনের চাকরি হাই কোর্টের নির্দেশে হয়েছে বলে দেখানো হয়েছে নথিতে। সেই বিষয়ে তদন্ত এগোতেই সিআইডির এই চিঠি। তদন্তকারীদের দাবি, হাই কোর্টের নির্দেশে ওই ৫ জন চাকরি পায় বলে দাবি করা হয়। কিন্তু নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এবার সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল সিআইডি। ৮ জুলাই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সিআইডির তরফে ওই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
More Stories
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি
ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে