
নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের পাঁচ শিক্ষকের নিয়োগ নিয়ে জানতে কলকাতা হাই কোর্ট ও প্রশাসনের দ্বারস্থ হল সিআইডি। সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল রাজ্যের তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে এসএসসির এক আঞ্চলিক অধিকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তার পরই রাজ্যের তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসে আরও ৭ জনের নাম। তাঁদের মধ্যে ৫ জনের চাকরি হাই কোর্টের নির্দেশে হয়েছে বলে দেখানো হয়েছে নথিতে। সেই বিষয়ে তদন্ত এগোতেই সিআইডির এই চিঠি। তদন্তকারীদের দাবি, হাই কোর্টের নির্দেশে ওই ৫ জন চাকরি পায় বলে দাবি করা হয়। কিন্তু নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এবার সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল সিআইডি। ৮ জুলাই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সিআইডির তরফে ওই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়