
পঞ্চায়েত ভোটের আগে স্কুল শিক্ষকদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলো স্কুল শিক্ষা দপ্তর | বিকাশ ভবন থেকে এমনই নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে | তিন বছর ধরে শিক্ষকদের বকেয়া মেটানো হবে স্কুল পরিদর্শক এর অফিস থেকে | আর তার চেয়ে বেশি সময় ধরে যাদের অর্থ রয়েছে তাদের জন্য অর্থ পাঠানো হবে বিকাশ ভবন থেকে |
প্রসঙ্গত বকেয়া ডিএ দাবীতে সরকারি কর্মীদের আন্দোলন চলছে বহুদিন ধরে । কেন্দ্রের সমান হাড়ে দিয়ে দেবার জন্য রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ তৈরি করা হচ্ছিল | তার মধ্যে স্কুল শিক্ষকদের বকেয়া মেটানো নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি নিঃসন্দেহে শিক্ষকদের কাছে স্বস্তিদায়ক |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন